Monday, 24 February 2014

বোকা জামাই

আমি আর ধপাস আজকাল প্রায়ই "বোকা-জামাই বোকা-জামাই" খেলি।

ও একটা প্রশ্ন করে, আমি বলি - ক্যুউ...
আমি প্রশ্ন করি, ও বলে - ক্যুউ...

হ্যাঁ, এতটাই বোকা বোকা এই খেলাটা।



মাঝে মাঝে বৈচিত্র্য আনতে ও বলে - মাম, তুমি কি খাবে?
আমি বলি - কিছুমিছু।
ধপাস - মাম, তুমি কোথায় বসবে?
আমি - ইয়াআআ... উঁচু একটা জায়গায়।
...ইত্যাদি!

আজ সকালে হঠাৎ বলে - মাম, তুমি জানো, বোকা জামাইয়ের গানও হয়।
আমি - সে আবার কি?
ধপাস - জানো না? বাবা তো আজকে চালিয়েছিল।
আমি - কির'ম গান, শোনা?
ধপাস - ক্যু-ক্যু-ক্যুউ... ক্যু-ক্যু-ক্যুউ... কু-কু-কুউউউ...

ও আচ্ছা!!

কহিঁ আগ লগে লগ যায়ে...






No comments:

Post a Comment

Did you like it? Did you not? Please leave a comment...