ধরা যাক, মাঝখানের অনেকগুলো বছর আমরা হারিয়ে গেছিলাম। ভুলে গেছিলাম, ভেসে গেছিলাম। এখন ফিরে এসেছি। এসে দেখছি, চারিদিকে অনেককিছু বদলে গেছে ঠিকই, কিন্তু আমরা দুজনে একটুও বদলাইনি। এটা সত্যি যে জীবনটা অনেকটা এগিয়ে গেছে, কিছু ঘটনা ঘটে গেছে, কিছু ডিসিশন নেওয়া হয়ে গেছে। তা যাক। কিন্তু মন? না, সেটা বদলায়নি। ইচ্ছেগুলো? না, তাও বদলায়নি। তবে?
তবে, আবার নতুন করে শুরু করা যায় কি? যায় না, না? জানি।
কিন্তু তবু, থাক। আবার হারিয়ে যাস না।
আর শোন, আমিও আছি। থাকবো।
বর্ষণ, তুই মল্লারপুরে অপেক্ষা করবি, আর আমি আসব মাঝে মাঝে। দেখা হবে। তাই বা কম কি, বল?
(মল্লারপুর, সুকান্ত গঙ্গোপাধ্যায়)
তবে, আবার নতুন করে শুরু করা যায় কি? যায় না, না? জানি।
কিন্তু তবু, থাক। আবার হারিয়ে যাস না।
আর শোন, আমিও আছি। থাকবো।
বর্ষণ, তুই মল্লারপুরে অপেক্ষা করবি, আর আমি আসব মাঝে মাঝে। দেখা হবে। তাই বা কম কি, বল?
(মল্লারপুর, সুকান্ত গঙ্গোপাধ্যায়)
No comments:
Post a Comment
Did you like it? Did you not? Please leave a comment...