Friday 20 December 2013

মৃত্যু

একধাপ দুধাপ করে নেমে আসছি আমি
খাদের খাড়া পথ
অতলান্ত অন্ধকার।

স্বল্প পরিসর
ঘাড় তলার চেষ্টা নেহাতই বৃথা
ফুসফুস নিংড়ে অক্সিজেনের তৃষ্ণাটা
ক্রমশই অসহ্য হয়ে উঠছে।

চাইছি ভুলে যেতে
প্রাণপণে ঠেলে সরিয়ে দিচ্ছি যত পুরনো স্মৃতি
মিথ্যে সব!

আর,
সেই বিস্মৃতির গভীর থেকে
বিচ্ছুরিত হচ্ছে এক চুম্বকের তীব্রতা
আমাকে টেনে নামাচ্ছে
নীচে, আরো নীচে,
আরো আরো নীচে।

মনটা একটু একটু করে গুঁড়িয়ে
একমুঠো ধুলো।

প্রতিরোধ সব অবশ হয়ে এলো
বাকশক্তি বাকি নেই আর
দৃষ্টি ফ্যাকাশে
নিঃশ্বাস ক্ষীণ
স্পন্দন  নিঃশেষ

আমার অস্তিত্ব থেকে একটা একটা করে প্রতিটা অণু-পরমাণু
নিষ্প্রাণ, নিস্তেজ হয়ে খসে পড়ছে।

আর,
দু ফোঁটা, মাত্র দু ফোঁটা গরল
শান্তিদূত হয়ে -
আমার জীবনে জীবন্ত থেকে জীবন্ততর হয়ে উঠছে।


 

No comments:

Post a Comment

Did you like it? Did you not? Please leave a comment...