Thursday 19 December 2013

মাধবীলতা

আমি মাধবীলতা হতে চেয়েছিলাম। কেন জানি না। হয়তো অপরিণত ছিলাম, তাই। তাই মাধবীলতার কষ্ট, ওর একা একা যুদ্ধ করা, দিঘির মত চোখ, ওই অসম্ভব মনের জোর - এগুলো সব খুব রোমান্টিক লাগতো। মনে হতো, ভালবাসলে এইভাবেই ভালবাসতে হয়। এইভাবেই জীবনটা দিয়ে দিতে হয়। এইভাবেই নিজের কথা একদম না ভেবে অন্যজনের কথা ভাবতে হয়। আর এইতো সামান্য একটা জীবন। প্রাণপণে ভালবাসতে পারলে দেখতে দেখতে কেটে যাবে। আফসোস করার অবকাশ কোথায়?



গাধা ছিলাম একটা!

আর অনিমেষ, তুমি স্বর্গছেঁড়ায় থেকে গেলেই পারতে। কি দরকার ছিল কলকাতায় পড়তে আসার?

No comments:

Post a Comment

Did you like it? Did you not? Please leave a comment...