তুমি এসো, এসে আমাকে নিয়ে যাও। বকো, মারো, কান ধরে দরজার বাইরে দাঁড় করিয়ে দাও, আর তারপর ডেকে নিয়ে অনেক, অনেক আদর করে দাও। অনেক। আমাকে রাজকন্যা বলে ডাকো। পরীদের গল্প বলে ঘুম পাড়িয়ে দাও। বলো, কাল আর অফিস যেতে হবেনা।
আর বলো, আগে যা যা বলেছিলে সব বাজে কথা। আসলে তুমি এক্ষুনি জন্মালে, শুধু আমার জন্য। এই মুহূর্ত থেকেই পৃথিবীটা শুরু।
জানি মিথ্যে কথা, তবু বলো।
আর আমাকেও মিথ্যে কথা বলতে শিখিয়ে দাও।
আর বলো, আগে যা যা বলেছিলে সব বাজে কথা। আসলে তুমি এক্ষুনি জন্মালে, শুধু আমার জন্য। এই মুহূর্ত থেকেই পৃথিবীটা শুরু।
জানি মিথ্যে কথা, তবু বলো।
আর আমাকেও মিথ্যে কথা বলতে শিখিয়ে দাও।
No comments:
Post a Comment
Did you like it? Did you not? Please leave a comment...