মন থেকে আজ ছিঁড়ে যাক মনন
ওষ্ঠ থেকে যত ভাষা
দেহ থেকে খসে পড়ুক আবরণ
বেঁচে থাকা থেকে সরে দাঁড়াক সমাজ
ছাদটা উড়ে চলে যাক
লুপ্ত হোক স্বজনতার ভিড়
আকাশ থেকে নির্বাসনে যাও, তুমি চাঁদ।
আজ,
একবার,
আদিম ভাবে বাঁচব।
ওষ্ঠ থেকে যত ভাষা
দেহ থেকে খসে পড়ুক আবরণ
বেঁচে থাকা থেকে সরে দাঁড়াক সমাজ
ছাদটা উড়ে চলে যাক
লুপ্ত হোক স্বজনতার ভিড়
আকাশ থেকে নির্বাসনে যাও, তুমি চাঁদ।
আজ,
একবার,
আদিম ভাবে বাঁচব।
No comments:
Post a Comment
Did you like it? Did you not? Please leave a comment...