আমরা কি সত্যই চাই শোকের অবসান ?
আমাদের গর্ব আছে নিজের শোককে নিয়েও ।
আমাদের অতি তীব্র বেদনাও
বহন করে না স্থায়ী সত্যকে—
সান্ত্বনা নেই এমন কথায় ;
এতে আঘাত লাগে আমাদের দুঃখের অহংকারে ।
..........
সকল অহংকারই বন্ধন ,
কঠিন বন্ধন আপন শোকের অহংকার ।
ধন জন মান সকল আসক্তিতেই মোহ ,
নিবিড় মোহ আপন শোকের আসক্তিতে ।
So brutally honest. So Tagore!
আমাদের গর্ব আছে নিজের শোককে নিয়েও ।
আমাদের অতি তীব্র বেদনাও
বহন করে না স্থায়ী সত্যকে—
সান্ত্বনা নেই এমন কথায় ;
এতে আঘাত লাগে আমাদের দুঃখের অহংকারে ।
..........
সকল অহংকারই বন্ধন ,
কঠিন বন্ধন আপন শোকের অহংকার ।
ধন জন মান সকল আসক্তিতেই মোহ ,
নিবিড় মোহ আপন শোকের আসক্তিতে ।
So brutally honest. So Tagore!
No comments:
Post a Comment
Did you like it? Did you not? Please leave a comment...