Wednesday, 31 August 2016

ও মেয়ে, জলকে চল!


গর্ভিণী মেঘ হাওয়ায় ভাসে
আকাশপথের যান -
বাস্প চিরে বজ্র ডাকে,
তাও - অটুট অভিমান!


আকাশ জোড়া আলোর হদিশ,
নিরুদ্দেশে প্রাণ।
একূল ওকূল ছাপিয়ে পড়ে,
ঝাঁপিয়ে পড়ে বান!




জলের স্নানে বৃষ্টি ভিজুক,
মুখ খোলা হাইড্রেন –
তুমিও যাও - মিথ্যা সাজো,
মিথ্যে সাজুক প্রেম।


প্রেমের সাজে মন ভিজে যায়,
মন চিরে যায় কেউ,
আবার নামে শান্ত জলে
নদী ছাপিয়ে ঢেউ…


বৃষ্টি হবে, নদী হবে,
মেঘ হবে জল
আকাশ জুড়ে আলো ডাকছে,
ও মেয়ে - জলকে চল!





No comments:

Post a Comment

Did you like it? Did you not? Please leave a comment...