Friday, 3 January 2014

তোকেই

আবার
নতুন করে
গল্প সাজাবো॥

আবার নদী হবো একদিন,
ভাসাবো দুকুল॥আবার কবিতা লিখবো তোকে নিয়ে॥

অবুঝ হবো -
হিংসে করব ওই মেয়েটিকে,
কেঁদে ভাসাবো।
আর তারপর,
বোঝাবো নিজেকেই॥

তোর দেওয়া
অতি সামান্য উপহারটা -
বালিেশর নিচে রেখে ঘুমোব,
রোজ॥

আর ভাববো,
এটুকু তো অন্তত আমার একার?

আবার ভালবাসবো তোকে,
তোকেই॥

কিন্তু স্বীকার করবো না কখনও,
তোর কাছে॥

আবারও -

পরের জন্মে॥