Tuesday, 7 January 2014

পাণি গ্রহণ, নবনীতা দেবসেন

"কাছে থাকো। ভয় করছে। মনে হচ্ছে 
এই মুহুর্ত বুঝি সত্য নয়। ছুঁয়ে থাকো।

শ্মশানে যেমন থাকে দেহ ছুঁয়ে একান্ত 
স্বজন। এই হাত, এই নাও হাত। 
এই হাত ছুঁয়ে থাকো, যতক্ষণ 
কাছাকাছি আছো,অস্পৃষ্ট রেখো না
ভয় করে। মনে হয় এই মুহুর্ত বুঝি সত্য নয়।
যেমন অসত্য ছিল দীর্ঘ গতকাল
যেমন অসত্য হবে অনন্ত আগামী।"