Thursday 25 September 2014

এখনও আছে আগুন

ক্লান্ত ছিলে।

ছায়া দিতে চেয়ে
বনস্পতি সেজেছি,
নিবিড়ে ঢেকেছি শুকনো কাঠ খড় যত
স্নিগ্ধতায়।

কল্পতরু সেজেছি
তোমার জন্য।

নিজেকে বদলে 
নিয়েছি -
নিজেকে ছেঁকে 
দিয়েছি -

সাজিয়েছি নারীর সাজে
নিজেকে।

কারণ -
পুরুষ ডাকটা আজও তোমার বড় প্রিয়।

দুর্বল বলে ভুল করো নি তো, তুমি?

অসহায় ভেবে -
অথবা, নেহাতই মূর্খ?

করো না ভুল।

আমার এই রূপ -
আমার স্বেচ্ছারোপিত,
জেনো।

জেনো,
এখনো বারুদ জমে আছে -
এখনো আছে আগুন।

জেনো,
এখনো জ্বালিয়ে দিতে পারি আসমুদ্র -
পারি, দাবানল।

অথবা,
আপাদমস্তক -
নিজেকে,
এবং -
তোমাকে।

শুধু ভালোবাসাকে আমি আজও ঈশ্বর মনে করি।

করবও - আজীবন।

আর তাই,

বাসবো আবারও ভালো -
তোমাকেই,

এবারে - আগুন নিয়ে।


4 comments:

  1. This is sheer brilliance ... just kono katha hobena!!
    Why don't you print this?

    ReplyDelete
  2. Oshadharon... especially the first two lines...

    ReplyDelete

Did you like it? Did you not? Please leave a comment...