ক্লান্ত ছিলে।
ছায়া দিতে চেয়ে
বনস্পতি সেজেছি,
নিবিড়ে ঢেকেছি শুকনো কাঠ খড় যত
স্নিগ্ধতায়।
কল্পতরু সেজেছি
তোমার জন্য।
নিজেকে বদলে
নিয়েছি -
নিজেকে ছেঁকে
দিয়েছি -
সাজিয়েছি নারীর সাজে
নিজেকে।
কারণ -
পুরুষ ডাকটা আজও তোমার বড় প্রিয়।
দুর্বল বলে ভুল করো নি তো, তুমি?
অসহায় ভেবে -
অথবা, নেহাতই মূর্খ?
করো না ভুল।
আমার এই রূপ -
আমার স্বেচ্ছারোপিত,
জেনো।
জেনো,
এখনো বারুদ জমে আছে -
এখনো আছে আগুন।
জেনো,
এখনো জ্বালিয়ে দিতে পারি আসমুদ্র -
পারি, দাবানল।
অথবা,
আপাদমস্তক -
নিজেকে,
এবং -
তোমাকে।
শুধু ভালোবাসাকে আমি আজও ঈশ্বর মনে করি।
করবও - আজীবন।
আর তাই,
বাসবো আবারও ভালো -
তোমাকেই,
এবারে - আগুন নিয়ে।
This is sheer brilliance ... just kono katha hobena!!
ReplyDeleteWhy don't you print this?
Thank you thank you thank you :)
DeleteOshadharon... especially the first two lines...
ReplyDeleteThanks so much :)
Delete