Friday, 12 December 2014

অতলের পথে...

অন্তর্নিহিত শূন্যতাই হোক 
অথবা, অতল খাদ।

ডুবুরিদের বোলো,

শ্বাস চেপে তুলে আনে যেন 
প্রাণ -
নির্মোহ, নিস্পন্দ,
ঝিনুক আঁটা মুক্তোর মতো, স্থির।


আর সেভাবেই হয়ত 
খুঁজে পাবে একদিন
তার শ্যাওলা-মোড়া দেহ।
লতা- গুল্ম-পাঁক 
পাক দিয়ে ওঠা শ্বাস 
বুদ্বুদের মতো!

প্রাণ ভেসে যায়
প্রাণ জমে ওঠে
প্রাণ বেঁচে ওঠে, শতাব্দী জুড়ে...

নিজেকে খুঁজতে যাওয়ার পথ
হয়ত
এর'মই হওয়ার কথা ছিল
বন্ধুর, নির্মম, বিষাদ-মধুর।

ডুব দাও প্রাণ
ডুবে যাও

আরেকবার -
আরও আরেকবার -
হয়ত শেষবার,
খুঁজে ফেরো নিজেকে।

লতা-গুল্ম-পাঁকে...

আর তারপর?

তারপর...
ভাসিয়ে দিয়ো তোমার ঠিকানা -

আরেকবার -
আরও আরেকবার -
হয়ত শেষবার,

অতলের পথে...  

No comments:

Post a Comment

Did you like it? Did you not? Please leave a comment...