Sunday, 24 July 2016

“সৃষ্টিকর্তার অট্টহাসি!”

(১)

আমার বিয়ের সময় অনির্বাণের কয়েকজন বন্ধু বড়কাকাকে দেখে বেশ চমকে গিয়ে বলেছিলঃ উরিব্বাস! ইনি কে জানিস? এ কে বাসু! ইউনিভার্সিটিতে সবাই এনাকে ভগবান বলে মানেআমি অবাক হয়ে বলেছিলাম, “ধুর! ওটা তো বড়কাকা!” ১৮ই জুলাই ২০১৬ তে অর্থাৎ বড়কাকার কাজের দিন ঠিক সেই ব্যাপারটাই আবার হল নানান ক্ষেত্র থেকে অতিথিরা এসেছেন যারা বড়কাকাকে শ্রদ্ধা করতেন, ভালবাসতেন, তাঁরাস্যরবলে উল্লেখ করে নানা কিছু স্মৃতিমন্থন করছেন, অতীতচারণাইউনিভার্সিটির কথা, ওনার পড়ানোর কথাআর আমার মনে হচ্ছে - “ধুর! ওটা তো বড়কাকা!”



বড়কাকাকে নিয়ে লিখতে হবে কিন্তু যাই লিখবো, মনে হবে যেটা বলতে চাই সেটা বলা হলনা বড়কাকাকে ডেস্ক্রাইব করার চেষ্টা করাটাও বোধ হয়সে যতই পাতার পর পাতা ভর্তি করে লিখি না কেনশেষে ওই অন্ধের হাতি দেখাতেই পরিণত হবে আসল কথাটা হল,  বড়কাকা মানুষটার ব্যাপ্তি আর গভীরতা দুটোই এতটাই বেশি, যে একটা সামান্য লেখায় ওনার স্মৃতিকে ধরতে যাওয়ার চেষ্টা করাটাই বাতুলতা, অথবা হয়ত একপ্রকার ইঞ্জাস্টিস করা বড়কাকা একটা প্রিজমের মতনএক একদিক থেকে আলো ফেললে এক একরকমের রামধনু-রং বিচ্ছুরিত হয়, আর তার প্রত্যেকটাই আপন দ্যূতিতে উজ্জ্বল!


তবু, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু ধারণ করার একটা অক্ষম প্রয়াস

Monday, 11 July 2016

A historical event? Hypatia.

“Woman suspected of witch-powers, gang raped and killed by mob” – not a very uncommon headline, isn’t it? In fact it is not too shocking either, even in this twenty first century. No, it does not make for any big breaking news, such reports. They don’t even feature on the front page, which are preserved for politicians. This kind of news barely find a place in a small corner of page 6 or 7 of our daily papers, and we get over them by the time we have finished our cup of morning tea, concentrating on the sports page, or better still, the page 3 celebrities.


However, today we are going to listen to a story. A story of a witch. A story from history. A story of suppression. And a story of a revolution. As I just said, a story of a witch. A witch, named Hypatia.